এদিকে গতকাল (মঙ্গলবার, ১৭ জুন) অংশ না নিলেও ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। এ ছাড়া বিএনপির প্রতিনিধিসহ আছেন ঐকমত্য কমিশনের সদস্যরা।
আজকের আলোচ্যসূচিতে আছে সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগসহ বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশে সংবিধানে এনসিসি নামে আলাদা কাউন্সিল গঠনের প্রস্তাব। এছাড়া আজ আলোচনা হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন।
সভার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘কমিশন আশা করেন, দলগুলো আজকের বৈঠক থেকে সিদ্ধান্তে পৌঁছবেন।’