সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চায়ের দোকান, ফুচকা, চটপটির দোকানসহ সব ধরনের খাবার দোকানের জিনিসপত্র গুড়িয়ে দেয়া হয়।
উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলে নিরাপদ পরিবেশ করার জন্যই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের দোকানপাট সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে টিএসসি সংলগ্ন উদ্যানের গেটও।