মানববন্ধনে বক্তারা বলেন, কিছুতেই ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধ্বংস করা যাবে না। কমিশনের কিছু প্রস্তাব ইসলামের আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
তারা বলেন, কমিশনের প্রস্তাবে নারী-পুরুষকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে। প্রকৃতপক্ষে নারী-পুরুষ একে অপরের সহযোগী।
বক্তারা বলেন, কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে, পারিবারিক কাঠামো হুমকির মধ্যে পড়ার পাশাপাশি রাষ্ট্র ও সমাজ বিপর্যস্ত হয়ে পড়বে।
এসময় বক্তারা সব পক্ষের মতামতের ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা করার দাবি জানান।