জুলাই বিপ্লবে শহীদ ৮ মরদেহের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান

তথ্য অধিদপ্তর
তথ্য অধিদপ্তর | ছবি: সংগৃহীত
0

আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হওয়া জুলাই বিপ্লবে শহীদ অজ্ঞাতনামা ৮টি মরদেহের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ (সোমবার, ১২ মে) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে আরো বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর ৮১টি বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। এর মধ্যে ৮টি মরদেহ জুলাই বিপ্লবের শহীদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন।

মরদেহগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, মরদেহ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।

তথ্যবিবরণী দেখতে ক্লিক করুন

এনএইচ