পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

পল্টনের সাব্বির টাওয়ারে আগুন
পল্টনের সাব্বির টাওয়ারে আগুন | ছবি: এখন টিভি
0

রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আজ (শনিবার, ৩ মে) রাত প্রায় সাড়ে ৮টার দিকে ভবনের ১১ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা যায়।

১১ তলা বিশিষ্ট ওই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। রাতে হঠাৎ ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে রাত ৮টা ৩২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট যুক্ত হয়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

এসএস