জানা যায়, শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এমন প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর জন্য দুই সদস্যের একটি কমিটিও গঠন করে সংস্থাটি।
গত বছরের ৮ নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।