দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল

দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল | ekhon tv
0

দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রবিবার, ১৬ মার্চ) প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেন, নির্বাচনে দেরি হলে বাংলাদেশের বিরুদ্ধে থাকা শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসএইচ