দেশি কিংবা বিদেশি সব ব্র্যান্ডের পোশাকের সমারোহ একই ছাদের নিচে। রয়েছে পোশাকে ছাড়। তাইতো ঈদ ঘিরে সব শ্রেণির ক্রেতারা ভিড় করছেন এসব শপিংমলে।
পছন্দের পোশাক ক্রয়ে এক শোরুম থেকে আরেক শোরুমে ভিড় করছেন ক্রেতারা। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল শপিংমলগুলোতে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এক্ষেত্রে তাদের পছন্দ সব বয়সীদের জন্য সাজানো ব্র্যান্ডের দোকানগুলো।
একজন ক্রেতা বলেন, 'এখানে অনেকগুলো শোরুম আছে। চয়েজ করে নেয়া যায় আমাদের পছন্দমতো।'
ঈদ ঘিরে আউটলেটগুলোতে দেখা গেছে পাঞ্জাবির বাড়তি চাহিদা। সংগ্রহের তালিকায় নতুনত্ব থাকায় খুশি ক্রেতারা।
একজন ক্রেতা বলেন, 'দেখছি এখানকার পাঞ্জাবির মান ভালো। পাঞ্জাবির যে সমস্ত দোকান আছে তার মধ্যে এখান থেকেই বেশি নেয়া হয়।'
সংশ্লিষ্টরা জানালেন, নতুনত্বের পাশাপাশি পণ্যের মানের দিকটি গুরুত্ব দিচ্ছেন তারা।
একটি আউটলেটের বিক্রেতা বলেন, 'সব ধরনের পোশাকই আছে আমাদের। আমাদের পণ্যের মান ভালো। সেজন্য ক্রেতারা কখনো হতাশ হয় না।'
ঈদ কেনাকাটায় বিভিন্ন জায়গায় চলছে আকর্ষণীয় ক্যাম্পেইন। কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতারও সুযোগ থাকছে। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত।