দেশের ৬৪ জেলায় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে চালানো গবেষণায় উঠে আসে, জরিপে অংশগ্রহণকারীদের ৪১.৭ শতাংশ বিএনপি, ৩১.৬ শতাংশ জামায়াতে ইসলামী ও ১৪ শতাংশ আওয়ামী লীগকে তাদের পছন্দের শীর্ষে রেখেছেন।
জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক এই সামাজিক গবেষণায় ১০ হাজার ৬৯৬ জন অংশগ্রহণকারীর মধ্যে, গত ছয় মাসে চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে মত দিয়েছেন ৪১ শতাংশ। ৫৫ শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার।
রাজনৈতিক সংস্কারের চেয়ে এসব ক্ষেত্রে উন্নয়ন বেশি জরুরি বলেও মত দেন অংশগ্রহণকারীরা।