সারজিস-বিক্ষুব্ধদের হাতাহাতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সারজিস-বিক্ষুব্ধদের হাতাহাতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটা | এখন টিভি
0

রাজধানীর বসুন্ধরায় এনসিপি'র কর্মী ও বিক্ষুব্ধদের হাতাহাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়।

গতকাল (বুধবার, ৫ মার্চ) সন্ধ্যায় সাংগঠনিক কাজে বসুন্ধরা আবাসিক এলাকায় যান সারজিস আলম। ঘণ্টা তিনেক ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন।

রাত ১০টার পর ১০ থেকে ১২জন তরুণ হঠাৎ রাস্তার অন্য পাশ থেকে সারজিস আলমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে সারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সারজিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

সেখান থেকে চলে যাবার পর সারজিস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, স্থানীয় ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে।

এসএস