রোজার তৃতীয় দিনে রাজধানীর গাউছিয়া মার্কেটে ঈদকে ঘিরে বিপণীবিতান ও আশপাশের প্রতিটি দোকানেই দেখা যায় ক্রেতার বাড়তি সমাগম।
ক্রেতারা বলছেন, রোজার শেষদিকে ভিড়ে চিরেচ্যাপ্টা হতে চান না। তাই স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতে আগেভাগে মার্কেটে আসা। গরম আবহাওয়ার কারণে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে সুতি কাপড়ের পোশাক।
একজন ক্রেতা বলেন, 'শেষের দিকে প্রচুর ভিড় হবে। জিনিসেরও দাম বেড়ে যাবে। বাচ্চাকাচ্চা নিয়ে মার্কেটে ডোকাও যাবে না। সেজন্য আগে চলে আসছি।'
ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে আশাবাদ জানান বিক্রেতারা। জানান, প্রতিবারের মতো এবারও ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে এসেছে নতুন পোশাক।
একজন বিক্রেতা বলেন, 'বাচ্চাদের আইটেমগুলো একটু বেশি চলে। কারণ বাচ্চাদের জন্য চাহিদা ভালো, নিজেদের জন্য কেনাকাটা না করলেও বাচ্চাদেরটা কেনে।'
এদিকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ব্যান্ডের শোরুমেও দেখা যায় ক্রেতার উপস্থিতি। দাম ও মানের সমন্বয়ে ঈদ পোশাক কিনছেন তারা।
একজন ক্রেতা বলেন, 'আগে আসলে দামটা একটু কম পাওয়া যাব, সেজন্যই মূলত একটু আগে চলে আসছি।'
শপিংমলের মতো ঈদ বাজারের কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতেও। যেখানে ভিড় করছেন মধ্য ও নিম্নআয়ের মানুষরা।