রাজধানীতে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে সিটি গ্রুপের ১৯টি পণ্য

রমজানে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি শুরু করছে সিটি গ্রুপ | এখন
0

রাজধানীর বিভিন্ন স্থানে রমজানে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। আজ (সোমবার, ৩ মার্চ) এই কার্যক্রম দেখা যায়।

প্রতিদিন রাজধানীর অন্তত ১৫-২০টি স্থানে ৫টি ট্রাকে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে ১৯টি নিত্যপণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে রমজান কেন্দ্রিক এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী এ কার্যক্রম চলবে সিটি গ্রুপের।

ভোজ্যতেলের সংকটের মধ্যে ভোক্তারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড়ে সয়াবিন তেল।

এছাড়া বিশেষ মূল্য ছাড়ের পণ্য তালিকায় রয়েছে চিনি, ছোলা-বুট, মুড়ি, গুঁড়াদুধ, চাল, ডাল পানিসহ। এ কার্যক্রমে সবগুলো পণ্যে মূল্য ছাড় গড়িয়েছে ৫০ শতাংশ পর্যন্ত।

ভোক্তারা বলছেন, নিত্যপণ্যের উর্ধ্বমুখী দামে কিছুটা স্বস্তি মিলছে এমন উদ্যোগে।

ইএ