একইসাথে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই হামলার বিচার না হলে আবারও সড়কে অবস্থানের হুঁশিয়ারি দেন তারা। এই হামলার প্রতিবাদে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাংলামোটরে বিক্ষোভ শেষে এসব কথা বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাত ১০টার দিকে বাংলামোটরে অবস্থান নেন তারা। এ সময় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
বিকেলে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।