কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্যচিত্র (২০২৫-২৬)
বিষয়ের নাম বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান মোট আসন সংখ্যা ২,৯৩৪ টি মোট পরীক্ষার্থী ১,০৩,৬১১ জন ফল প্রকাশের তারিখ ২০ জানুয়ারি ২০২৬ শাখা ভিত্তিক আসন বিন্যাস মানবিক: ১৬৯৪, বিজ্ঞান: ৯৬২, ব্যবসায় শিক্ষা: ২৭৮ ফলাফল পুনঃনিরীক্ষণ ফি ১,০০০ টাকা (আবেদন ২১-২৭ জানুয়ারি) পুনঃনিরীক্ষার ফল প্রকাশ ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৩টা) বিষয় পছন্দক্রম (Subject Choice) ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ কোটা ফরম সংগ্রহ ও জমা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ ফলাফল দেখার ওয়েবসাইট admission.eis.du.ac.bd এসএমএস এর মাধ্যমে ফলাফল DU ALS <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে ভর্তির ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ সব প্রার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে চয়েস ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র (ভর্তির সময়) মূল মার্কশিট, প্রশংসাপত্র, ছবি এবং ভর্তি ফরমের প্রিন্ট কপি
আরও পড়ুন:
ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া (Result Challenge Process)
প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনের সময়সীমা: ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৬।
- ফি: প্রতি আবেদনের জন্য ১,০০০ টাকা (Fee 1000 BDT) প্রদান করতে হবে।
- পদ্ধতি: সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। সাথে এসএসসি-এইচএসসির নম্বরপত্র (Marksheet), প্রবেশপত্র (Admit Card) এবং অনলাইন ফলের কপি সংযুক্ত করতে হবে।
- ফল: পুনঃনিরীক্ষার ফল ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রকাশ করা হবে।
বিষয় পছন্দক্রম ও ভর্তি ফরম (Subject Choice Form)
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপ হলো অনলাইনে বিষয় পছন্দক্রম পূরণ করা।
- শুরু ও শেষ তারিখ: ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬।
- লিঙ্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফরম পূরণ করতে হবে।
- সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম (Subject Choice) পূরণ না করলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার পরিসংখ্যান (Admission Statistics)
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২,৯৩৪টি আসনের (Total Seats 2934) বিপরীতে পরীক্ষা দিয়েছিলেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। আসন বিন্যাস হলো: মানবিক (১৬৯৪), বিজ্ঞান (৯৬২) এবং ব্যবসায় শিক্ষা (২৭৮)।
ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ সময়সূচী ও তথ্য
বিষয় বিস্তারিত তথ্য আবেদনের শুরু ২১ জানুয়ারি ২০২৬, বুধবার আবেদনের শেষ তারিখ ২৭ জানুয়ারি ২০২৬ আবেদন ফি ১,০০০ টাকা (নগদ জমা) যেখানে জমা দিতে হবে ডিন অফিস, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় কাগজপত্র লিখিত আবেদনপত্র, এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের ফটোকপি, প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন ফলাফলের কপি। পুনঃনিরীক্ষার ফল প্রকাশ ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৩টা) অনলাইনে বিষয় পছন্দক্রম শুরু ২৭ জানুয়ারি ২০২৬ অনলাইনে বিষয় পছন্দক্রম শেষ ৫ ফেব্রুয়ারি ২০২৬ কোটা ফরম সংগ্রহ ও জমা (মুক্তিযোদ্ধা, উপজাতি ইত্যাদি) ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ কোটা ফরম সংগ্রহের স্থান ডিন অফিস, সামাজিক বিজ্ঞান অনুষদ আসন সংখ্যা (মোট ২,৯৩৪টি) মানবিক (১৬৯৪), বিজ্ঞান (৯৬২), ব্যবসায় শিক্ষা (২৭৮) অফিসিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd
আরও পড়ুন:





