রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা নাগাদ রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে মোটরসাইকেলে এসে এভাবেই হামলা করে ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
আহত আনোয়ার হোসেন পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী। তার স্বজনরা জানান জুয়েলারির দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এসময় ছয় রাউন্ড গুলি করে তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করা হয়। পরে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িওয়ালা ও বনশ্রী সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসীরা।
এদিকে একই সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। এ সময় রিকশায় করে যাওয়া যাত্রীদের আটকে ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় সবকিছু।
এছাড়া মিরপুর ১ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বাসায়ও হামলার ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে ছিনতাই ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তখন এর প্রতিকার ও সমাধান চেয়ে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মধ্যে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি তোলেন তারা।
এমন অবস্থায় গভীর রাতে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি জানান, গত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে। যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে আর এটা অবনতি হবার কোনো সম্ভাবনা নেই। যারা দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে তাদের কোনো অবস্থা আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দেব না।তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনে মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি চেষ্টা করছে। তবে তারা কোনো অবস্থায় সফল হবে না।’
পদত্যাগের বিষয়ে বলেন, যে কারণে দাবি করা হচ্ছে তা পূরণ করলে আর পদত্যাগের প্রশ্ন উঠবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে কারণে পদত্যাগ করতে বলা হচ্ছে সেই কারণগুলো যদি আমি উন্নত করতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন সোমবার থেকে আরও উন্নতি দেখা যাবে। সেই সাথে যে জায়গায় আওয়ামী দোসররা থাকুক না কেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।