তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দু’তলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে। এ সময় একটি গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।