ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ, মোনাজাতে বিশ্ব শান্তি কামনা

0

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো টঙ্গী তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। এ সময় সারাবিশ্বের সমৃদ্ধি ও শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তাবলিগ জামাতের শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা। মোনাজাতে, ঈমান ও আমলের সঙ্গে দিনযাপনের প্রার্থনা করা হয়। পাশাপাশি দোয়া করা হয়, মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনায়।

বান্দার এই প্রার্থনা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। যেখানে লাখো মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান। চোখের পানিতে ক্ষমা চান পরম করুণাময়ের দরবারে।

শুরায়ে নিজামের প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাত শুরু হয় বেলা ১২টায়। মোনাজাত পরিচালনা শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এসময়, মুসলমান ও দেশের হেফাজতে দোয়া করেন তিনি। দোয়া চান, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির বন্দোবস্তেরও

দেশে-বিদেশে মুসলমানদের বিভক্তির সমাপ্তিও চান মুসল্লিরা। থাকতে চান ভেদাভেদ ভুলে একসাথে।

শুরায়ে নিজামির প্রথম পর্বের দ্বিতীয় দফার মোনাজাতে ঘোষণা করা হয় আগামী বছরের ইজতেমার তারিখও। ২০২৬ সালের ২-৫ জানুয়ারি হবে প্রথম ধাপের এবং ৯-১১ জানুয়ারি হবে দ্বিতীয় দফা।

মোনাজাত শেষে বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। পায়ে হেঁটে, বাসে চেপে, ট্রেনে করে যে যেভাবে পেরেছেন রওনা দেন।

এদিকে, আগামীবার থেকে টঙ্গীতে না এমন শর্তে ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের মাওলানা সা'দের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

এএম