জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল

0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান তাদের তৈরি প্রতিবাদ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কমিশনের অন্য সদস্যরা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১ মাস পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এ ছয়টি কমিশন গঠন করেন উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

কমিশনগুলোর দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দল ও পক্ষ গুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার।

এএইচ