'পতিত স্বৈরাচার সরকার গণমাধ্যমকে নিজেদের প্রয়োজনে নেতিবাচকভাবে ব্যবহার করেছে'

প্রেস সচিব শফিকুল আলম | এখন টিভি
0

অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম সংস্কারে কাজ করছে বর্তমান সরকার। পতিত স্বৈরাচার সরকার গণমাধ্যমকে নিজেদের প্রয়োজনে নেতিবাচকভাবে ব্যবহার করেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন থেকে পাওয়া প্রস্তাবনা যাছাই বাছাই করা হবে। যার মধ্যে দিয়ে গণমাধ্যমের জন্য একটা কাঠামো দাঁড় করা যাবে। যার প্রেক্ষিতে গণমাধ্যম গণমানুষের হয়ে কাজ করবে।'

এর আগে 'আমরা গণমাধ্যম সংস্কার' নামক প্লাটফর্ম থেকে ১৩ দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়।

ইএ