রাজনৈতিকভাবে করা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

রাজনৈতিকভাবে হেয় করতে যাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম পুলিশ লাইন্সে বিভিন্ন বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় দেশের অন্যান্য অঞ্চল থেকে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে, এতে কিছুটা সময় লাগবে।’

পাকিস্তান থেকে জাহাজে করে প্রয়োজনীয় ভোগ্যপণ্য এসেছিল, এটি নিয়ে যারা উস্কানিমূলক তথ্য দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে জানান তিনি।

এসময় দেশের বিষয় নিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ইএ