মধ্যরাতে কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

0

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

গতরাত আড়াইটার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলার গোডাউনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে তিনটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ততক্ষণে গোডাউনের নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে পার্সেলের মালামাল পুড়ে যায়। কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তাদের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

কল্যাণপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, 'আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলতে পারবো না। বিশেষ করে এখানে আগুন লাগার কারণে কী কী মালামালের ক্ষতি হয়েছে এবং কী কী উদ্ধার হয়েছে তাও বলতে পারছি না। কারণ আগে তো আমরা এখানে ছিলাম না, কাজেই তাদের স্টকে কী আছে না আছে তা আমরা জানি না। তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো কতটা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি বলেন, 'এতো বড় একটা কুরিয়ার সার্ভিস। একটা সিটি করপোরেশনের ভেতর সবচেয়ে বড় কুরিয়ার সার্ভিস কিন্তু তাদের নিজস্ব কোনো রিজার্ভার ছিল না।'

এসএস