মোংলায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ড

মোংলায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ড
মোংলায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ড |
0

খুলনার মোংলায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে উদ্ধারে অভিযানে নেমেছে কোস্ট গার্ড।

মোংলায় করমজলে কয়লা বহনকারী এমভি মিজান ও এলপিজি বহনকারী এমভি এরা স্টারের মুখোমুখি দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে বোটের জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে লোকমান উদ্ধারে অভিযানে নেমেছে কোস্ট গার্ড।

আজ (শনিবার, ২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১ নভেম্বর) রাতে মোংলা বন্দর সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী এমভি মিজান ও এলপিজি বহনকারী এমভি এরা স্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এমভি মিজানের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। জাহাজ দুটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে উক্ত বোটের জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার রুয়োকাটা গ্রামের বাসিন্দা।

তিনি আরও জানান, ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ জেলে উদ্ধার কাজে কোস্ট গার্ডের দুটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

—সংবাদ বিজ্ঞপ্তি

সেজু