দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার

0

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদক ‌এলএসডি উদ্ধার করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান পাচার হয়ে আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

tech