কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

0

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই জন নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। রোববার (১৪ জুলাই) বিকেলে নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ নম্বর পিলারের ওপারে এ ঘটনা ঘটে।

কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের নবী হুসেন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে মালামাল নিয়ে আসার জন্য রবিবার কোনো এক সময় ভারতে প্রবেশ করেন।

বিকেলে, ভারতীয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী খাসিয়াদের গুলিতে আলী হুসেন ও কাউছার আহমদের নিহত হওয়ার খবর পান স্থানীয়।

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান গণমাধ্যমে বলেন, 'ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে।'

বিজিবি জানায়, সীমান্তে ২ জনের মরদেহের খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা সেখানে যান। মরদেহগুলো শনাক্ত করতে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কাজ করছে বিজিবি।

এসএস