জানা যায়, সোমবার (২২ এপ্রিল) জাহাজটি থেকে কয়লা খালাস শুরু হবে। বর্তমানে হরমুজ প্রণালী হয়ে আরব আমিরাতের উপকূলে পৌঁছেছে। আরব আমিরাত থেকে জাহাজের ২ নাবিক বিমানে দেশে ফিরবেন, বাকি ২১ জন ওই জাহাজে দেশে আসবেন।
এর আগে মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছায়। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে বলে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে দেশটির উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩২ দিন জিম্মি থাকার পর গত ১৩ এপ্রিল জাহাজটি ছাড়া পায়।





