'সন্ধ্যা ৬টার পর উদীচীর অনুষ্ঠান ও নেতিবাচক বিবৃতি অনাকাঙ্ক্ষিত-দুঃখজনক'

'সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ'
'সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ' |
0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জননিরাপত্তার স্বার্থে সরকারের জারি করা নির্দেশনা উপেক্ষা করে পহেলা বৈশাখে উদীচীর অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

আজ (সোমবার, ১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সরকারি নির্দেশনা উপেক্ষা এবং উদীচীর বিবৃতি প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, 'সরকারের নির্দেশনা ছিল পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। এ সিদ্ধান্ত উপেক্ষা করে পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার পর উদীচী অনুষ্ঠান করেছে এবং এ বিষয়ে বিবৃতি দিয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।'

তিনি বলেন, ‘নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য। আশা করব এক্ষেত্রে সবাই সবসময় সহযোগিতা করবেন যাতে আনন্দের অনুষ্ঠান বিষাদে পরিণত না হয়ে যায়।’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যে অনুষ্ঠান উদীচী করেছে সেখানে যদি কোন দুর্ঘটনা ঘটতো তার দায়-দায়িত্ব কে নিতো এ প্রশ্ন রেখে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায়-দায়িত্ব নিতে হবে।’