ঈদে ঝুঁকি নিয়ে ঢাকার গাড়ি যাচ্ছে সারাদেশে

0

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা মেট্রোর বেসরকারি বাস যাত্রী নিয়ে যেমন যায় রাজধানীর বাইরে, তেমনি সরকারি প্রতিষ্ঠান বিআরটিসিও পাঠায় দূরের পথে। কিন্তু এসব বাসের দূরপাল্লায় যাওয়ার মতো নেই পর্যাপ্ত ফিটনেস, চালকদেরও ধারণা নেই দূরের সড়ক সম্পর্কে। এতে দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই যাতায়াত করে সরকারি-বেসরকারি এসব পরিবহন।

বলাকা পরিবহনের একটি বাসের চালক মো. জাহাঙ্গীর। বাসটির রুট পারমিট সায়েদাবাদ থেকে গাজীপুর পর্যন্ত। কিন্তু গত কয়েকবছর ধরেই ঈদে এই গাড়িটি নিয়েই তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়েছেন যাত্রী নিয়ে। এবারও আশা করছেন ঈদে তিনি ঢাকার বাইরে যাবেন। কিন্তু কীভাবে?

জাহাঙ্গীর বলেন, 'এর আগে ঈদের ভিতর অনেক জায়গায় গেছি। শেরপুর, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা। একদিনের জন্য মালিকরে ৮ থেকে ১০ হাজার টাকা দিতে হয়। আর আমরা চার থেকে পাঁচ হাজার টাকা পাই।'

ছোট এ বাসটি নিয়েই লং রুটে যাবেন ড্রাইভার জাহাঙ্গীর। ছবি: এখন টিভি

জাহাঙ্গীরের মতো অসংখ্য বেসরকারি পরিবহন ঈদে ঢাকার বাইরে চলে যায়। যাদের বেশিরভাগেরই নেই রুট পারমিট কিংবা দূরপাল্লায় চলার মতো ফিটনেস। শঙ্কার বিষয়, দূরের সড়ক সম্পর্কে ধারণাও নেই এসব চালকের। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

একজন ড্রাইভার বলেন, 'গত ঈদে সাত দিনের জন্য রিজার্ভে গিয়েছিলাম। সাত দিনে এক লাখ ১০ হাজার টাকা দিয়েছিল। পুলিশ ধরলে তো মামলা দেয়ার ভয় থাকে। তারপরও যাই।'

বেসরকারি পরিবহনের মতো একই সিদ্ধান্ত রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসিরও। তারাও নগর রুটে চলা বাস পাঠাবে দূরপাল্লার ঈদযাত্রায়। রাজধানীর মতিঝিল, কল্যাণপুর, গাবতলী, জোয়ারসাহারা, মিরপুর, মোহাম্মদপুর, গাজীপুর, যাত্রাবাড়ী ডিপো থেকে এসব বাসের টিকিট কাটা যাচ্ছে।

প্রায় সাড়ে ৫০০ গাড়ি এতদিন ঢাকা মেট্রোর মধ্যে চললেও এখন সেসব গাড়ি যাবে ঢাকার বাইরে। যার বেশিরভাগ গাড়ির নেই ফিটনেস কিংবা দূরযাত্রায় চলাচলের সামর্থ্য। আবার রাজধানীর বাইরের সড়ক সম্পর্কেও তেমন ধারণা নেই এই বাসচালকদের। তাই অচেনা সড়কে ঝুঁকি আছে জেনেও বিআরটিসি’র নির্দেশনার কারণে দূরপাল্লায় বাস চালাতে বাধ্য হন চালকরা।

ঢাকা শহরে চলা বিআরটিসির এসব বাসই ঈদে বিভিন্ন জেলায় পাঠানো হবে। ছবি: এখন টিভি

বিআরটিসির একজন চালক বলেন, 'অনুমতি নাই। কিন্তু ঈদে যাওয়ার চাহিদা থাকে একটু আমাদের। ভালো কিছু টাকা পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্মকর্তা বললে আমাদের যেতে হবে। আমরা প্রতিবছরই যাই।'

তবে দায় এড়ালেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তার যুক্তি চালকরা যেন সব সড়কে অভিজ্ঞ হতে পারেন সেজন্যই দূরযাত্রায় পাঠানো হয় ঢাকার চালকদের। এতে খুব বেশি ঝুঁকি দেখছেন না তিনি।

তাজুল ইসলাম বলেন, 'একজন ড্রাইভারকে সর্বমুখী পারদর্শী করতে চেষ্টা করেছি। একজন ড্রাইভার আগে ঢাকা শহরে চালাতো। কেউ এসি গাড়ি চালাতো, কেউ নন এসি। এই জিনিসটা আমি ভেঙ্গে দিয়েছি। এই মাসে যে লং রুটে চালাচ্ছে, পরের মাসে সে শর্ট রুটে চালাবে। ফিটনেস ছাড়া লং রুট কেন শর্ট রুটেও গাড়ি চলাচল করার কথা না।'

এখন টিভির সাথে কথা বলছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। ছবি: এখন টিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বলছে, গত তিন বছরে প্রায় শতাধিক বাস দুর্ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই ঘটেছে অদক্ষ কিংবা নতুন চালকের কারণে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসব বাসের বেশিরভাগেরই দূরপাল্লায় চলাচলের সক্ষমতা নেই। ঈদযাত্রায় সেবা দেয়ার জন্য যত চালক প্রয়োজন তা তৈরি করতে পারেনি বিআরটিসি। তাই ঈদে ঢাকা মেট্রোর চালক দিয়ে দূরপাল্লায় যাতায়াতে ঝুঁকি দেখছেন যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ হাদিউজ্জামান।

তিনি বলেন, 'যানজট এবং দুর্ঘটনার ঝুঁকিপ্রবণ অনেকগুলো স্পট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। দূরের রাস্তায় চালানোর জন্য দীর্ঘসময় স্টিয়ারিংয়ে বসে থাকতে হয়। এর জন্য অভিজ্ঞতা লাগে। যারা শহরের মধ্যে গণপরিবহন চালাচ্ছে সে অভিজ্ঞতা তাদের মধ্যে থাকে না।'

যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছিলেন ছোট রুটের গাড়ি বড় রুটে চালানোর ঝুঁকি। ছবি এখন টিভি

হাদিউজ্জামান আরও বলেন, 'এখানে বিআরটিসির একটা ম্যান্ডেটরি ফাংশন চালক তৈরি করা। বিআরটিসির বহরে আরও আধুনিক গণপরিবহন যুক্ত করা উচিত।'

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রায় এক কোটির বেশি মানুষ গ্রামের উদ্দেশ্যে যায়। যাদের মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বাসের মাধ্যমে গ্রামে যায়। যদিও বিআরটিসির সক্ষমতা আছে সাত থেকে আট ভাগ। কিন্তু বিআরটিসির পরিবহনগুলোর ফিটনেস এবং চালকদের সেই দূরের পথ চেনা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই যায়।

এসএস

শিরোনাম
ক্ষুদ্রঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়, মাইক্রোক্রেডিট ব্যাংক হলে উদীয়মান উদ্যোক্তারা বিনিয়োগ পাবে: প্রধান উপদেষ্টা; মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড; ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমের খালাস; রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে: রাষ্ট্রপক্ষের আইনজীবী
সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান; পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের আহ্বান
অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না: সালাহউদ্দিন আহমেদ; জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সে কাজগুলো বর্তমানে আটকে রয়েছে: রুহুল কবির রিজভী
অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, ব্যক্তিগতভাবে আন্দোলনের ডাক দেয়া হয়নি, জনগণ নিজ উদ্যোগেই আন্দোলন করছে, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে: ইশরাক হোসেন
এমএফএস কোম্পানি 'নগদ' ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র; ফের নগদের মাধ্যমে অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা; নতুন করে নগদের এমডিসহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করে দেয়ার অভিযোগ
'কালচারাল ফাইট' বন্ধ করে রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ না দিলে আধিপত্যবাদী শক্তি ফের ফ্যাসিবাদ কায়েম করতে পারে: হাসনাত আবদুল্লাহ
জুলাই অভ্যুত্থান এনসিপির একক অর্জন নয়: ফরহাদ মজহার
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারকাজ দ্রুত শেষ হবে: ডিএমপি কমিশনার
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট ল্যুইসে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২১ জনের মৃত্যু, ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ
যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় ইসরাইল-হামাস আলোচনা হয়েছে: হামাস কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন
বিপিএল ফুটবল: ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ঢাকা আবাহনী; বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান
অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ: রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ; ছেলেরা আত্মবিশ্বাসী, ফাইনাল জিততে প্রস্তুত: হেড কোচ; চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চাই: অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল
ক্ষুদ্রঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়, মাইক্রোক্রেডিট ব্যাংক হলে উদীয়মান উদ্যোক্তারা বিনিয়োগ পাবে: প্রধান উপদেষ্টা; মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড; ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমের খালাস; রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে: রাষ্ট্রপক্ষের আইনজীবী
সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: তারেক রহমান; পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের আহ্বান
অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না: সালাহউদ্দিন আহমেদ; জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো, সে কাজগুলো বর্তমানে আটকে রয়েছে: রুহুল কবির রিজভী
অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, ব্যক্তিগতভাবে আন্দোলনের ডাক দেয়া হয়নি, জনগণ নিজ উদ্যোগেই আন্দোলন করছে, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে: ইশরাক হোসেন
এমএফএস কোম্পানি 'নগদ' ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র; ফের নগদের মাধ্যমে অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা; নতুন করে নগদের এমডিসহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করে দেয়ার অভিযোগ
'কালচারাল ফাইট' বন্ধ করে রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ না দিলে আধিপত্যবাদী শক্তি ফের ফ্যাসিবাদ কায়েম করতে পারে: হাসনাত আবদুল্লাহ
জুলাই অভ্যুত্থান এনসিপির একক অর্জন নয়: ফরহাদ মজহার
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারকাজ দ্রুত শেষ হবে: ডিএমপি কমিশনার
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট ল্যুইসে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২১ জনের মৃত্যু, ৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎবিচ্ছিন্ন ১ লাখ মানুষ
যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় ইসরাইল-হামাস আলোচনা হয়েছে: হামাস কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন
বিপিএল ফুটবল: ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ঢাকা আবাহনী; বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান
অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ: রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ; ছেলেরা আত্মবিশ্বাসী, ফাইনাল জিততে প্রস্তুত: হেড কোচ; চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চাই: অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল