অর্থহীন অস্ত্র তৈরির প্রতিযোগিতা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

0

অস্ত্র তৈরির অর্থহীন প্রতিযোগিতা বন্ধ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি। সম্মেলনে ছয়টি প্রস্তাব পেশ করেন শেখ হাসিনা।

শুক্রবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে 'ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স' শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সেই তহবিল সরিয়ে এনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করার আহ্বান জানান তিনি। এ সময় বিশ্ব নেতাদের সামনে ছয়টি প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য সম্পদের সংস্থান করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে, মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না।'

প্রধানমন্ত্রী বলেন, সঠিক পথে রাখতে জলবায়ু অর্থায়নের বরাদ্দ ছাড় করার সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া উন্নত দেশগুলোকে পরিকল্পনার ভিত্তিতে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি মেনে চলতে হবে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে ডেনমর্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসাসের এবং বিশ্বব্যাংকের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উইমেন পলিটিক্যাল লিডারসের সভাপতি সিলভানা কোচ-মেহরিন।

এসএস