বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশে চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের চেয়ে মেধায় কোনো অংশে কম না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়া। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে সেটি আমরা করে দেখাতে পারবো।' চিকিৎসকদের পর্যাপ্ত সুবিধা দিলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে যাবে বলেও জানান তিনি।





