মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাবি স্টেশন চালু

0

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশন চালু হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই দুই স্টেশন থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করছে।

সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাধারণ যাত্রীদের জন্যে খুলে দেওয়া হয়। তবে প্রথম ট্রেন আসে ৭টা ২০ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই স্টেশন যেন আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে।

স্টেশনটি চালু হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান গেয়ে মেট্রো যাত্রীদের স্বাগত জানান।

আর শীতের সকাল হওয়ায় স্টেশনে শুরুতে তেমন ভিড় দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে যাত্রী চাপ বাড়তে থাকে।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রো চালু আছে। তবে মতিঝিল রুটে বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করছে।

যাত্রীরা বলছেন, যত দ্রুত পুরোদমে মেট্রো চালু হবে ততো তাড়াতাড়ি সুফল পাওয়া যাবে।

এদিকে কোন ধরনের ত্রুটি ছাড়াই প্রথম দিনের মতো মেট্রোরেলের নতুন দুটি স্টেশন চালু হয়েছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে ১ লাখ যাত্রী যাতায়াত করেন। এখন পর্যন্ত মেট্রোরেলের ১৪টি স্টেশন চালু হয়েছে। ১৭টি স্টেশনের মধ্যে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন এখনও চালু হয়নি।