কোন কোন ট্রেনের ৪ থেকে ৫ ঘণ্টার শিডিউল বিপর্যয় হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর শিডিউল থাকলেও এখনও ছাড়েনি। অনেক যাত্রী ভোর থেকে স্টেশনে অপেক্ষা করছেন।
এ সময় স্টেশনের সব প্ল্যাটফর্মসহ মূল ভবনে যাত্রীরা অবস্থান নেয়। অনেক যাত্রীদের ফ্লোরে শুয়ে-বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ এখনও জানাতে পারেনি কখন থেকে স্বাভাবিক সময়ে ট্রেন চলাচল করবে।
গতকাল তেজগাঁও রেলস্টেশন থেকে কমলাপুর রেলস্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কম্পিউটার ট্রেন লাইনচ্যুত হয়। এতে করে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টার পরে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউলে বিপর্যয়ে স্টেশনে আটকে পড়েন যাত্রীরা।





