ধানের সরবরাহ বাড়লেও চালের দাম কমেনি

0

বগুড়ার হাট-বাজারে নতুন আমন ধানের সরবরাহ বাড়লেও চালের দাম কমেনি। কয়েকদিন আগের বাড়তি দামেই বেচাকেনা হচ্ছে চাল।

জেলার মিল আর চাতালে পুরোদমে ধান থেকে চাল উৎপাদন হচ্ছে। তারপরও চালের বাজারে এর প্রভাব পড়েনি। চাল ব্যবসায়ীরা বলেন, 'ধানের দাম বেশি হওয়ায় বাজারে চালের দামও বেশি। আর দাম কমার সম্ভাবনাও আমরা দেখছি না।'

ক্রেতারা বলেন, 'আগের দামেই চাল কিনতে হচ্ছে। আমরা গরীব মানুষ, আমাদের কষ্ট হচ্ছে। আশা করেছিলাম, নতুন ধান বাজারে আসলে চালের দাম কমবে কিন্তু কমেনি।'

বগুড়ার খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন বলেন, 'এখনও কৃষকরা মাঠে ধান কাটছেন। আর বাজারেও পুরোদমে নতুন চাল আসেনি। আশা করছি, শতভাগ নতুন চাল বাজারে আসলে দাম কমে যাবে। '

কৃষি বিভাগ জানিয়েছে, 'বগুড়ায় এবার প্রায় ৭ লাখ টন চাল উৎপাদন হয়েছে।'

আরও পড়ুন: