স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক হচ্ছে নৌবাহিনী

0

শেরেবাংলা ঘাঁটিতে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ৬৭১ জন নবীন নাবিক প্রশিক্ষণ শেষে পুরস্কৃত।

চলতি বছর ১২ই জুলাই পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও অ্যাভিয়েশন সুবিধাসহ ঘাঁটি বানৌজা শের ই বাংলা এর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে প্রথমবারের মতো এই ঘাঁটিতে অনুষ্ঠিত হয়, ৬শ' ৭১ জন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নবীন নাবিকদের মাঝে সনদ তুলে দেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। নবীন নাবিকদের মধ্যে ৩ জনকে নৌ প্রধান পদক কমখুল পদক ও শের ই বাংলা পদক তুলে দেয়া হয়। এ সময় নবীন নাবিকদের পরিবারের সদস্যদের মাঝে ছিল উচ্ছ্বাস।

নৌবাহিনী প্রধান ক্তৃতার শুরুতে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নৌ সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা। বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

বিশাল সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নেই। নৌবাহিনীকে আধুনিক, প্রযুক্তিসম্পন্ন এবং যুগোপযোগী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখতে সহায়তা করবে, বলে জানান নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। 

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য বানৌজা শের-ই-বাংলা ৫০০ একরের নৌবাহিনীর বৃহত্তম নৌঘাঁটি এটি। যার মধ্যে ২০০ একর নৌবাহিনীর জন্য এবং ৩০০ একর নৌ বিমানচালনা ও ডুবোজাহাজ অপারেশনের জন্য ব্যবহৃত হবে।

 

আরও পড়ুন: