'দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

বিজয় সরণিতে 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সেনাপ্রধানসহ বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপন আলোয় বাঙালি জাতির কাছে উজ্জ্বল হয়ে আছেন। নতুন প্রজন্মের মাঝে তার স্মৃতি ধরে রাখার প্রত্যয়ে সারাদেশে ছড়িয়ে আছে অসংখ্য ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীতে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধুর আরো একটি ম্যুরাল।

নগরীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ নামে এই ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনাপ্রধানসহ বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যুরাল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নিতে জাতির পিতা নিরলসভাবে কাজ করেছেন। তারই দেখানো পথে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম।

শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে দেশের উন্নয়ন চিত্র বদলে গেছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।

উদ্বোধন শেষে পুরো প্রাঙ্গণ প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্কুল শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেন।

সেজু