উন্নয়ন প্রকল্পে আকর্ষণীয় হচ্ছে কক্সবাজার

কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত
কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত | ছবি: এখন টিভি
0

১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কক্সবাজার জনপদ। দেশের অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য কক্সবাজারে চলছে বিশাল উন্নয়নযজ্ঞ। এই এক জেলাতেই বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শনিবার কক্সবাজার সফরে প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে দোহাজারি-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ির তাপ বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের উদ্বোধন ও টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণার খবরে খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা বলছেন, স্বপ্নের ট্রেন এখন কক্সবাজার আসছে। এই স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

প্রতিবছর কক্সবাজারে ছুটে যান লাখ লাখ পর্যটক। অপরূপ প্রকৃতির পাশাপাশি সরকারের নেয়া নানান পদক্ষেপ, বড় উন্নয়ন প্রকল্পে আরও আকর্ষণীয় হয়ে উঠছে এই জেলা। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কক্সবাজার জনপদ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ কক্সবাজারে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারবাসী প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার জন্য অধীর অপেক্ষায় আছে। প্রধানমন্ত্রী যেসব স্থানে যাবেন সেখানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পগুলো চালু হওয়ার পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করা প্রধান কাজ হবে বলে মনে করছেন জেলার ব্যবসায়ী নেতারা।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরি খোকা বলেন, প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ ও দেশের বাইরের সঙ্গে কক্সবাজারের অর্থনৈতিক যোগাযোগ আরও উন্নত হবে। এর মধ্য দিয়ে কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি লাভ করবে বলে মনে করি।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাওয়া প্রকল্পসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ৫৩টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এসব প্রকল্পের ব্যয় সাড়ে ৩ লাখ কোটি টাকার বেশি।


সেজু