আরডিজেএডির অন্তর্বর্তী কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক দীপক

নতুন অন্তর্বর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন অন্তর্বর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক | ছবি: সংগৃহীত
1

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন এবং সহ-সভাপতি পদে দ্য নিউজ’র ফজলুল হক শাওনকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া আরডিজেএডি’র সাধারণ সম্পাদক দীপক দেবসহ নির্বাহী কমিটির অন্যসব পদে যারা দায়িত্ব পালন করে আসছিলেন তারা অন্তর্বর্তী কমিটিতে স্বপদেই বহাল রয়েছেন।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে একটি রেস্তোরায় আয়োজিত একটি সভায় সভাপতি হিসেবে রিয়াজ উদ্দীন ও সহ-সভাপতি হিসেবে ফজলুল হক শাওনকে নির্বাচন করা হয়।

আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল। এসময় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরডিজেএডি’র নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুজনিত কারণে এবং সহ-সভাপতি তৈমুর ফারুক তুষার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

এএইচ