প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন এখন টিভির এ্যানিসহ ১৫ সাংবাদিক

জিনিয়া কবির সূচনা, কামাল আহমেদ ও মেহেরিন এ্যানি
জিনিয়া কবির সূচনা, কামাল আহমেদ ও মেহেরিন এ্যানি | ছবি: এখন টিভি
1

এখন টেলিভিশনের প্রতিবেদক তাসলিমা মেহেরিন এ্যানিসহ মোট ১৫ জন সাংবাদিক পেয়েছেন ‘প্ল্যান গণমাধ্যম পুরস্কার-২০২৫’। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ পুরস্কার প্রদান করা হয়।

আজ (সোমবার, ১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারীর লড়াই ও সংগ্রামকে সংবাদে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে টেলিভিশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এখন টিভির প্রতিবেদক তাসলিমা মেহেরিন এ্যানি এবং রানার্সআপ হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা।

আরও পড়ুন:

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ বলেন, ‘সাংবাদিকদের সংবেদনশীল হওয়াটা অত্যন্ত জরুরি। সংবেদনশীলতার ঘাটতি কেন হচ্ছে, তা খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের শুধু লিঙ্গ বৈষম্য নয়, বরং সমাজে ঘটে যাওয়া প্রতিটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সেজু