রাজধানীতে বেড়েছে সবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
2

নির্দিষ্ট কিছু সবজি ছাড়া চলতি মাসের শুরু থেকেই বাজারে সবজির দর বেশ ঊর্ধ্বমুখী। মুরগির দর নাগালে থাকলেও বেড়েছে সব ধরনের মাছের দাম। ছুটির দিনে বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। তবে, সব কিছুরই বাড়তি দরের অভিযোগ ক্রেতাদের। তবে, বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়েছে।

বাজারের চেনা হাঁকডাক। কৃষকের মাঠ পেরিয়ে নগরবাসীর জন্য মিলছে করলা,পটোল, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়স, লাউ, মুলা, আর শীতের আগাম শিম।

তবে, বেশরিভাগ সবজি কিনতে কেজিতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। অনেকটা বেড়ে টমেটোর দর ঠেকেছে ১৩০ টাকায়। মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। কমের মধ্যে পেঁপে মিলছে ৩০ টাকা আর পটোল ৬০ টাকায়।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন, নানা জেলায় মৌসুমি বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ফসল কিছুটা নষ্ট হয়েছে। ফসল উৎপাদন ব্যয় বৃদ্ধি আর সড়কে যানজট, তাই গেল সপ্তাহের বিবেচনায় এই সপ্তাহে সবজি সরবরাহ কম। আর আমদানি বন্ধ হওয়ায় বেড়েছে মরিচের দর।

এদিকে, কদর থাকায় দেশি মাছের বেচাকেনা বেড়েছে ছুটির দিনে। রুই ৩৫০-৪০০, ইলিশ ১২০০-২৪০০ টাকা,পাঙ্গাশ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সোনালি, দেশি মুরগির দর গত সপ্তাহের তুলনায় না বাড়লেও ডিমের দর হালিতে বেড়েছে ৫ টাকা। এছাড়া গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ও অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দর।

ক্রেতার বলছেন, বাজারে স্বস্তি ফিরাতে বাজার তদারকির পাশাপাশি বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার মানসিকতাও পরিবর্তন করা জরুরি।

সেজু