কাঁচাবাজার
বাজার
0

বাজারে কঠোর নজরদারির দাবি ক্রেতাদের

ছুটির দিনে দেশের বড় বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লেও দামে নেই স্বস্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ে নতুন সরকারকে নজর দেয়ার দাবি জানিয়েছে ভোক্তারা।

ময়মনসিংহ নগীরর মেছুয়া বাজারে উৎপাদিত সবিজ নিয়ে আসেন কৃষকরা। তবে সরবরাহ কমার অজুহাতে বাজারে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলেন, ঘন কুয়াশায় উৎপাদন ব্যহত হচ্ছে। যে পরিমাণ উৎপাদন আছে তার থেকে বেশি চাহিদা আছে। সেজন্য সবজির দাম বেশি।

সবজির দামে ক্রেতাদের অস্বস্তির সঙ্গে যোগ হয়েছে মাছের দাম। সব ধরনের মাছে বাড়তি গুণতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

এদিকে চট্টগ্রামে মসলার বাজারেও নেই কোন সুখবর। খুচরায় কেজি প্রতি এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়, জিরা ১ হাজার ১০০ টাকা, মরিচ-দারুচিনি মিলছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।

অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও রমজানের দুই মাস আগেই বাড়তে শুরু করেছে ছোলা, মুসর ডাল ও মটর ডালের দর। দাম বৃদ্ধির কারণ নিয়ে কোন সদুত্তর নেই বিক্রেতাদের কাছে।

অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে চালের দামও বাড়ছে। কুষ্টিয়ায় চিকন ও মোটা চালে কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। পাইকাররা বলছেন, মিলাররা কৃক্রিম সংকট করে দাম বাড়িয়ে দিয়েছেন।

বিক্রেতারা বলেন, ডিলারদের কাছে আমরা চাল আনতে গেলে তারা পরিমাণমত দিচ্ছে না।

চড়া মূল্যস্ফীতি আর বাজারে ঊর্ধ্বগতির কারণে সংসারের খরচ মেটাতে হিমশিম অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর