বলেন, ' একটা ক্ষুদে বার্তা দিয়ে প্রতি ঘণ্টায় পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। ৯০ টাকায় কেনা পেঁয়াজ দুইশ'রও বেশি বিক্রি করছে, ইচ্ছে করে।'
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত 'পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' বিষয়ক সভায় একথা বলেন তিনি। ভোক্তার মহাপরিচালক আরও বলেন, 'এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিনশ' অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার, জরিমানা করেছে ২০ লাখ টাকা।'
এতো কিছুর পরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, 'দ্রব্যপণ্যের দাম বৃদ্ধি হলে নীরব থাকে ব্যবসায়ীদের সংগঠনগুলো, যা খুবই দুঃখজনক।'
বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআইয়ের ভূমিকা খুবই রহস্যজনক বলেও মন্তব্য করেন ভোক্তা'র ডিজি। বলেন, অসাধু ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করাই ভোক্তা অধিকারের মূল লক্ষ্য।