স্বর্ণের সাথে পাল্লা দিয়ে কমলো টাকা রুপার দাম, ভরি কত?

রুপার দাম
রুপার দাম | ছবি: এখন টিভি
0

স্বর্ণের নজিরবিহীন দরপতনের পর এবার দেশের বাজারে রুপার দামও (Silver Price) কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৪৫৫ টাকা কমেছে।

আরও পড়ুন:

রুপার নতুন বাজারদর (New Silver Rate 2026)

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে রুপার সব মানের দামই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বর্তমান বাজারদর নিম্নরূপ:

  • ২২ ক্যারেট রুপা (22K Silver): ভরিপ্রতি ৭ হাজার ৩০২ টাকা।
  • ২১ ক্যারেট রুপা (21K Silver): ভরিপ্রতি ৬ হাজার ৯৪০ টাকা।
  • ১৮ ক্যারেট রুপা (18K Silver): ভরিপ্রতি ৫ হাজার ৯৪৯ টাকা।
  • সনাতন পদ্ধতি (Traditional Silver): ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা।

স্বর্ণের বাজারে টানা দ্বিতীয় দিনের পতন

উল্লেখ্য যে, আজ স্বর্ণের দামও (Gold Price) ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। গত (শুক্রবারও, ৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ৩০ হাজার ৪০০ টাকা কমেছে।

আরও পড়ুন:

সমন্বয়ের পরিসংখ্যান (Price Adjustment Statistics)

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার বৃদ্ধি ও ৫ বার হ্রাস পেয়েছে। অপরদিকে, ২০২৫ সালে ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বারই দাম বেড়েছিল। স্বর্ণের ক্ষেত্রে চলতি বছর ১৮ বার সমন্বয়ের মধ্যে ১৩ বার বৃদ্ধি ও ৫ বার কমানো হয়েছে।

রুপার সর্বশেষ মূল্য তালিকা (৩১ জানুয়ারি ২০২৬)
ধাতু ও ক্যারেট (Metal & Carat) প্রতি ভরি মূল্য - টাকায় (Price per Bhori) প্রতি গ্রাম মূল্য - টাকায় (Price per Gram)
২২ ক্যারেট রুপা৭,৩০২ টাকা৬২৬ টাকা (প্রায়)
২১ ক্যারেট রুপা৬,৯৪০ টাকা৫৯৫ টাকা (প্রায়)
১৮ ক্যারেট রুপা৫,৯৪৯ টাকা৫১০ টাকা (প্রায়)

বিশেষ দ্রষ্টব্য: স্বর্ণ ও রুপা উভয় ক্ষেত্রে বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫% সরকারি ভ্যাট ও কমপক্ষে ৬% মজুরি যোগ করতে হবে।

আরও পড়ুন:


এসআর