আরও পড়ুন:
রুপার নতুন বাজারদর (New Silver Rate 2026)
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে রুপার সব মানের দামই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বর্তমান বাজারদর নিম্নরূপ:
- ২২ ক্যারেট রুপা (22K Silver): ভরিপ্রতি ৭ হাজার ৩০২ টাকা।
- ২১ ক্যারেট রুপা (21K Silver): ভরিপ্রতি ৬ হাজার ৯৪০ টাকা।
- ১৮ ক্যারেট রুপা (18K Silver): ভরিপ্রতি ৫ হাজার ৯৪৯ টাকা।
- সনাতন পদ্ধতি (Traditional Silver): ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা।
স্বর্ণের বাজারে টানা দ্বিতীয় দিনের পতন
উল্লেখ্য যে, আজ স্বর্ণের দামও (Gold Price) ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। গত (শুক্রবারও, ৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম ৩০ হাজার ৪০০ টাকা কমেছে।
আরও পড়ুন:
সমন্বয়ের পরিসংখ্যান (Price Adjustment Statistics)
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার বৃদ্ধি ও ৫ বার হ্রাস পেয়েছে। অপরদিকে, ২০২৫ সালে ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বারই দাম বেড়েছিল। স্বর্ণের ক্ষেত্রে চলতি বছর ১৮ বার সমন্বয়ের মধ্যে ১৩ বার বৃদ্ধি ও ৫ বার কমানো হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: স্বর্ণ ও রুপা উভয় ক্ষেত্রে বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫% সরকারি ভ্যাট ও কমপক্ষে ৬% মজুরি যোগ করতে হবে।
আরও পড়ুন:


