ময়মনসিংহে চাষের মাছের সরবরাহ কম; কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত

মাছ বাজার
মাছ বাজার | ছবি: এখন টিভি
0

বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সরবরাহ কম থাকায় সংকট ছিল চাষের মাছের। যার ফলে সপ্তাহের ব্যবধানে কেজিতে চাষের মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) ছুটির দিনে ময়মনসিংহের মেছুয়া বাজারে দেখা যায় এমন চিত্র।

সরকারি বেধে দেয়া ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর মা ইলিশের প্রজনন মৌসুমে সাগরে সব ধরনের ইলিশ ধরা থেকে শুরু করে বাজারজাতকরণ, বিপণনে নিষেধাজ্ঞা দেয়ায় দেখা মেলেনি কোনো ইলিশের।

এছাড়া ১ কিজি ওজনের রুই, কাতলা, বৃগেট ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি। বোয়াল ৫৫০, পাঙ্গাশ ২৫০, তেলাপিয়া ১৯০, বাগদা এবং গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

বিক্রেতারা জানান, উৎপাদন  খরচ না ওঠা, খাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধির কারণে অনেক মাছের ঘেরের মালিক মাছ বিক্রি কমিয়ে দেয়ায় বেড়েছে মাছের দাম। 

তবে সপ্তাহের ছুটির দিনে পরিবারের আমিষের চাহিদা মেটাতে মাছ কিনতে এসে নাভিশ্বাস  সাধারণ ক্রেতাদের।

এসএইচ