লিপস্টিক, ফাউন্ডেশনসহ রূপচর্চার নানা পণ্য দিয়ে নিজেকে সাজানোর শখটা যেন সব নারীর। ঈদ আসলেই মেয়েদের চাহিদার শীর্ষে থাকে হাত রাঙানো মেহেদির।
রমজানের শুরুতেই খুলনার বড়বাজারের প্রসাধনী পণ্যের দোকানগুলোতে চোখে পড়েছে নানা ধরনের পণ্য। যেগুলো রূপচর্চার কাজে ব্যবহার করা হয়। লিপস্টিক, ফেসপাউডার, ফেসওয়াশ, ফেসপ্যাক, নেলপলিশসহ বেশ কিছু পণ্য বাজার ঘিরে রেখেছে।
ক্রেতাদের একজন বলেন, ‘আমাদের দেশের মানুষ বেশিরভাগ সময় বাহিরের কসমেটিকস ব্যবহার করে। তবে দেশিয় পণ্যের মান ইদানীং ভালো হচ্ছে যার ফলে দেশিয় পণ্যের দিকে আগ্রহ বাড়ছে।’
আরেকজন বলেন, ‘দেশে বেশিরভাগ দোকানে বিদেশি পণ্যে দেখা যাচ্ছে দেশিয় পণ্যের চেয়ে।’
এবছর বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত প্রসাধনী পণ্যের সংখ্যা অনেকটাই কমেছে। তাই দেশি পণ্যগুলো মাতিয়ে রেখেছে বাজার। তবে রমজানের শুরুতে বেচাবিক্রি অনকেটাই কম বলে জানিয়েছেন দোকানিরা। এছাড়াও গত বছরের তুলনায় কিছুটা দাম বেড়েছে প্রসাধনীর।
বিক্রেতাদের একজন বলেন, ‘রমজানের প্রথম দিনে বিক্রি একটু কম। আশা করছি ১৫ রমজানের পর থেকে বিক্রি বেশি হবে।’
খুলনায় প্রসাধনী কেন্দ্রিক বেশ কয়েকটি মার্কেট রয়েছে। সেখানে ঈদকে কেন্দ্র করে প্রতি বছর শত কোটি টাকার বিক্রি হয়ে থাকে।