বাজার
ঈদে প্রসাধনী সামগ্রীর দোকানে ভিড়
ঈদে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ কিনছেন পছন্দের চুড়ি, কানের দুল ও মেকআপ বক্স। আবার কেউ কিনছেন মেহেদিসহ রূপচর্চার নানান জিনিসপত্র। ক্রেতাদের বড় অংশ এখন ভিড় করছেন প্রসাধনী সামগ্রীর দোকানে।

ঈদ উৎসবে পোশাকের পর নারীদের প্রথম পছন্দ কসমেটিকস। পোশাক কেনাকাটার পর প্রয়োজনীয় প্রসাধনীর প্রতি বাড়তি আগ্রহ তাদের। এরই মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, জামগড়া, নবীনগর এলাকার সবগুলো দোকানে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। পছন্দ মতো কিনছেন দেশি-বিদেশি প্রসাধনী পণ্য। মেহেদি, স্ক্রাব, ফেসওয়াশ, ফেসপ্যাক থেকে শুরু করে রয়েছে রূপচর্চার নানা উপকরণ।

ক্রেতারা বলেন, 'মমতাজের পণ্য অনেক আগে থেকেই চলছে। দেশীয় প্রোডাক্ট হিসেবে অনেক ভালো।'

বিক্রেতারা বলছেন, বাড়তি টাকায় বিদেশি পণ্য কিনে মাঝে মধ্যেই আসল নাকি নকল এই দ্বন্দ্বে বিপাকে পড়তে হয় ক্রেতাকে। এ কারণে তুলনামূলক কম দাম হওয়ায় মানসম্পন্ন দেশি পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে।

বিক্রেতারা বলেন, 'বর্তমানে সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে মমতাজ। কাস্টমাররা মেহেদি হিসেবে মমতাজ মেহেদিকে বেছে নিচ্ছে।'

দেশি ব্রান্ডের প্রসাধনীর মধ্যে মমতাজ হারবালের চাহিদাও বেশ। মেহেদিসহ তাদের অন্যান্য পণ্যে সাধারণ ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন।

আশুলিয়ার নুরজাহান এন্টারপ্রাইজের পরিবেশক মো. ফারুক হোসেন বলেন, 'গার্মেন্টস এলাকা হওয়ায় অনেক শ্রমিক এখানে  আছে। তারা কম দামে ভালো মানের মমতাজের পণ্য কিনছে। মার্কেটে প্রচুর সাড়া পাচ্ছি।'

বিদেশি প্রসাধনীর বাজার ধরতে দেশীয় পণ্যের গুণগত মান ঠিক রেখে জনপ্রিয় কোম্পানিগুলোকে সাশ্রয়ী মূল্য নির্ধারণের দাবি সাধারণ ভোক্তাদের।

ইএ