বাজার
0

খুলনার ঈদ বাজারে দেশিয় পণ্যের চাহিদা বেড়েছে

খুলনায় জমে উঠেছে ঈদের বাজার। পোশাকের পাশাপাশি প্রসাধনীর দোকানেও বাড়ছে ক্রেতাদের ভিড়। দেশি পণ্যগুলোকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।

নতুন পোশাক, মেহেদি রাঙা হাত আর প্রসাধনীর ছোঁয়া নারীর রূপে যোগ করে নতুন মাত্রা। প্রসাধনী সামগ্রী ছাড়া নারীদের ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায়। ঈদকে সামনে রেখে বর্তমানে পোশাকের পাশাপাশি প্রসাধনী কিনতে ব্যস্ত নারীরা। দামে কিছুটা কম ও মানে তুলনামূলক ভালো হওয়ায় বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্যের প্রতি বেশি ঝুঁকছেন তারা।

খুলনার প্রসাধনীর দোকানগুলোতে ঢুকলেই চোখে পড়বে দেশি-বিদেশি নানা পণ্য। দেশিয় পণ্যের মধ্যে চাহিদা বেড়েছে মমতাজ ব্র্যান্ডের। ঈদকে সামনে রেখে ক্রেতা মহলে এই ব্র্যান্ডের মেহেদি থেকে শুর করে ফেসওয়াশ, ক্লিনজার, শ্যাম্পু, ক্রিমসহ অন্যান্য প্রসাধনী সামগ্রীগুলোর চাহিদা বাড়ছে। সহজলভ্যতা, গুণগত মান ও তুলনামূলক কম দামের কারণে মানুষ দেশিয় প্রসাধনীতে ঝুঁকেছন।

খুলনা মমতাজ হারবালের পরিবেশক গিয়াস উদ্দিন বলেন, 'দেশি পণ্য হিসেবে এটার মান অনেক ভালো হচ্ছে এবং দিন দিন এর চাহিদা অনেক বাড়ছে। একবছর আগের তুলনায় ব্যবসা অনেক বেড়েছে।'

গুণগত মান বজায় রাখলে দেশিয় পণ্যগুলো বাজার জমাতে পারে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

এভিএস