বাজার
0

২৯টি পণ্যের দাম বেঁধে দিলো সরকার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মরিয়া সরকার। রোজার শুরু থেকেই বাজারে চলছিল অভিযান আর কড়া নজরদারি। এর মধ্যেই আলু, বেগুন, পেঁয়াজ, গরুর মাংস ও মুরগিসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। খুচরার পাশাপাশি উৎপাদক ও পাইকারি পর্যায়েও পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকারি সংস্থাটি।

কৃষি বিপণন আইন ২০১৮ সালের এক ক্ষমতাবলে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, গরুর মাংসের কেজি ৬৬৫ টাকা, খাসির মাংসের দাম এক হাজার ৩ টাকা, ব্রয়লার মুরগি ১৭৫ টাকা, দেশি পেঁয়াজের কেজি ৬৫ টাকা, আলু ২৮ টাকা ৫০ পয়সা, জাইদি খেজুর ১৮৫ টাকা এবং ডিম প্রতি পিস সাড়ে ১০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া নানা জাতের ডাল, কয়েক পদের মাছ, দেশে উৎপাদিত সবজি এবং ফলের দামও বেঁধে দেয়া হয়েছে।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি বাংলাদেশে প্রতি বছরের নিয়মিত ঘটনা। এবারও ব্যতিক্রম নয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে তেল, চিনি, খেজুরের মতো পণ্যের দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর দাম তদারকিতে বাজারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

প্রজ্ঞাপনে জারিকৃত আদেশ বাজারে প্রতিপালন করতে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

ইএ