বাজার
0

রাজধানীতে শীতের পোশাকের বেচাকেনা বেড়েছে

রাজধানীর পোশাকের দোকানগুলোতেও হালকা পোশাকের জায়গা দখল করেছে গরম কাপড়।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে নানারকম শীতের পোশাকের বেচাকেনা বেড়েছে। এছাড়া আগেভাগে শীতবস্ত্র কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে, ছুটির দিনগুলোতে রাজধানীর ফ্যাশন ব্রান্ডের আউটলেটগুলোতে একটু বেশি ভিড়।

ক্রেতার চাহিদা বিবেচনা করে বিভিন্ন ডিজাইনের পোশাক এনেছে ব্র্যান্ডগুলো। ছেলেদের কাছে ফ্লাফি, পলেস্টার ছাড়িয়ে হালকা উইন্ড ব্রেকার জ্যাকেটের চাহিদা বেড়েছে। আর নারীদের পছন্দের তালিকায় আছে হালকা শাল, কার্ডিগান কিংবা লং কোট।

ক্রেতারা বলেন, হালকা শীতের সঙ্গে গরম পোশাকের চাহিদা তৈরি হয়েছে। তবে ছোট শিশুদের জন্য আগে কিনতে হচ্ছে।

আউটলেটগুলোতে শিশুদের শীতের পোশাক। ছবি: এখন টিভি

বিক্রেতারা বলছেন, মধ্যবিত্তের সাধ্য আর উচ্চবিত্তের রুচিতেও মানিয়ে যাবে এমন ডিজাইন,মান আর দামের লক্ষ্য নিয়ে এ বছর বাজার সাজিয়েছেন তারা।

ফ্যাশন ব্র্যান্ড সারা’র মোহাম্মদপুর ব্রাঞ্চের ম্যানেজার রাকিব হোসেন নয়ন বলেন, আমাদের এখানে সব শ্রেণির ক্রেতা আসেন। কেননা ক্রেতার চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে বিভিন্ন মান আর ডিজাইনের পোশাক সরবরাহ করা হয়।

আরও পড়ুন: