অর্থনীতি
বাজার
0

চাঁদপুর ফুটপাতে দিনে চার থেকে পাঁচ লাখ টাকার শীতবস্ত্র বিক্রি

শাহনুর শাকিব
চাঁদপুর

গ্রামে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত নিবারণে চাঁদপুরের ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানে শুরু হয়েছে গরম কাপড়ের বিক্রি। অল্প টাকায় পছন্দের পোশাক কিনে সন্তুষ্ট স্বল্পআয়ের মানুষ।

সামর্থ্যবানদের জন্য শীত, পিঠাপুলি উৎসবের উপলক্ষ হয়ে এলেও নিম্নআয়ের মানুষের জন্য আসে বাড়তি কষ্ট নিয়ে। হাড় কাঁপানো শীত থেকে একটু উষ্ণতার ছোঁয়া পেতে রাস্তার পাশের ফুটপাতের দোকানই ভরসা তাদের।

শীতের আগমনে চাঁদপুরে জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান। শিশু থেকে বয়স্ক সব বয়সীদের গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

রিক্সাচালক আব্দুল মমিন বলেন, নাতনীর জন্য এখান থেকে শীতের কাপড় কিনতে এসেছি। এখানে কম দামে কাপড় পাওয়া যায়।

অনেকেই গরমের কাপড় কিনতে ভিড় করছেন রাস্তার পাশের ফুটপাতের দোকানে। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনায় মুখর থাকে এসব দোকান। অভিজাত বিপণীবিতান কিংবা মার্কেটের তুলনায় এসব দোকানে সাধ্যের মধ্যে কেনাকাটার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

হাসান আলী স্কুল মাঠ, শহরের সিএনজি স্ট্যান্ড মাঠ, ১০ নম্বরঘাট, ওয়াশিংটন মার্কেট, ওয়্যারলেস মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে বসেছে এসব ভ্রাম্যমাণ দোকান। গড়ে দৈনিক ৪-৫ হাজার টাকা বিক্রি হয় এসব দোকানে। শীতের তীব্রতা বাড়লে বেচাকেনা আরও জমে উঠার আশা ব্যবসায়ীদের।

শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক হকার বিক্রি করেন গরম কাপড়। এতে দৈনিক বাণিজ্য ৪-৫ লাখ টাকা।

এসএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর