এসময় শুনানিতে ২২ আসামিকে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে জানান আইনজীবীরা।
আরও পড়ুন:
শুনানিতে আসামিরা দাবি করেন, বিচার কাজ চালাতে তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারছেন না, বাধার মুখে পড়ছেন। এসময় বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ আইনজীবী ঠিক করবে বলে তাদের আশ্বস্ত করেন। পরে ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে হাজির করা ও চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আনা হলে তার অনুসারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তার অনুসারীরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৯ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।





