একই কারণে রাজধানীর চানখারপুলে গত বছরের ৫ আগস্ট গুলি করে শহিদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হচ্ছে না। জানা গেছে, এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামীকাল (বুধবার, ১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে রায়ের কপি পাঠানো হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কারাগারে থাকা এ মামলায় দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও পাঠানোর কথা ছিল।
এর আগে, গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে করা এটিই প্রথম কোনো মামলার রায় পেলেন আসামিরা।
আরও পড়ুন:
এদিকে, অভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আজ ১৫তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আজ এ মামলায় দু’জন সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।





